classical danceMiscellaneous 

বিশ্ব নৃত্য দিবসে শিল্পীদের ভবিষ্যৎ বর্ণহীন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আজ বিশ্ব নৃত্য দিবস। নৃত্য দিবসে শিল্পীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায়। করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে বর্ণহীন কাটছে দিন। সঙ্গীত-নৃত্য ও নাট্যশিল্পীদের কাছে এ বড় যন্ত্রণার। এক মাসেরও বেশি অতিক্রান্ত, ক্লাস রুম বন্ধ। কবে খুলবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ছাত্রছাত্রীদের নাচ শেখানো নিয়ে তৈরি হয়েছে সংশয়।

আগামী দিন আরও কঠিন হতে চলেছে পারফর্মিং আর্টিস্টদের। এইসব শিল্পীরা মূলত ছোটোখাটো জলসা ও অনুষ্ঠানের ওপর বেশি অংশ নির্ভরশীল। অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে অত্যন্ত অসহায় অবস্থায় সঙ্গীত ও নাট্যজগতের নামী ব্যক্তিত্বদের একটা বড় অংশ। অনুষ্ঠান কবে শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ওডিশি নৃত্যশিল্পী অলোকা কানুনগো জানিয়েছেন, অনলাইনে শেখানোর প্রস্তাব উঠেছে। পারফর্মিং আর্টের ক্ষেত্রে সেটা করা কঠিন। কাজেই সবকিছু স্বাভাবিক না হলে এই জগতের শিল্পীদের পক্ষে অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন।

Aloka Kanungo

অন্যদিকে, টেকনো ইন্ডিয়া কলেজের অধ্যাপক-নৃত্যশিল্পী ও গবেষক সুগত দাস জানিয়েছেন, আজ বিশ্ব নৃত্য দিবসেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও রাজ্য সরকারের সংস্কৃতি দপ্তরের কাছে এখানকার পারফর্মিং আর্টিস্টদের করুণ অবস্থার কথা জানাতে উদ্যোগী হতে হবে। এখানে শিল্পীদের অবস্থাও তো দিনমজুরদের মতো। কাজ করলে তবেই পয়সা।

Related posts

Leave a Comment