কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশিকা দিয়েছিল রাজ্য সরকার। করোনা আবহের মধ্যেও প্রচুর ভক্তসমাগম হওয়ার সম্ভাবনা থাকছে। তাই মন্দির খোলার ব্যাপারে অনেকটা দ্বিধা রয়েছে কর্তৃপক্ষের। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বর্গভীমা মন্দির খোলা হচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাওয়ার কারণে বর্গভীমা মন্দির না খোলার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
পরিস্থিতি স্বাভাবিক না হলে মন্দির খোলা হবে না বলে স্পষ্ট জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আবার বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, তমলুক শহরের দেবী বর্গভীমা মন্দির বন্ধ রাখা হবে। জেলা প্রশাসনের গাইডলাইন পাওয়া না গেলে বর্গভীমা মন্দির বন্ধ থাকবে।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের নাচিন্দা মন্দির, এগরা হটনগর মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত হয়েছে। সামাজিক দূরত্ব ও নিয়মবিধি মেনে ১০ জন করে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে বর্গভীমা মন্দির খোলার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।