Home Miscellaneous মাধ্যমিকের খাতা জমা দেওয়ার নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

মাধ্যমিকের খাতা জমা দেওয়ার নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

25
0
Madhya Siksha Parshad
Madhya Siksha Parshad

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দু-দিনের মধ্যে মাধ্যমিকের খাতা জমা দেওয়ার নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। সূত্রের খবর, পরীক্ষকরা এখনও প্রধান পরীক্ষকের কাছে খাতা ও নম্বর জমা দেননি বলে জানা যায়। এরপর জরুরি বার্তা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ সূত্রে জানানো হয়েছে, ৪৮ ঘন্টার মধ্যে প্রধান পরীক্ষকের কাছে খাতা জমা দিতে হবে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে প্রধান পরীক্ষকদেরও মাধ্যমিকের নম্বর পর্ষদে জমা দিতে হবে।

বিষয়টি হাল্কাভাবে নেওয়া যাবে না বলেও জানানো হয়। সূত্রের আরও খবর, মাধ্যমিকের ফল প্রকাশের জন্য গত কয়েক সপ্তাহ ধরেই তৎপরতা শুরু করেছে পর্ষদ। অধিকাংশ বিষয়ের নম্বর পর্ষদের কাছে জমা পড়ে গিয়েছে। এখনও অনেকে খাতা জমা দিতে পারেননি বলে জানা যায়। তাঁদের মধ্যে কেউ কেউ লকডাউন পর্বে নিজের জেলার বাড়িতে চলে গিয়েছেন। এখন শহরে আসার জন্য পর্যাপ্ত পরিবহণও মিলছে না বলেও জানা গিয়েছে। তাই খাতা জমা দিতে বিলম্ব হচ্ছে। এবার আর কোনও ব্যাখ্যা শুনতে নারাজ পর্ষদ। জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে পারবে পর্ষদ, এমনটাই ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here