kalighatMiscellaneous 

কালীঘাট মন্দিরের চতুর্দিকে শুধুই নীরবতা নববর্ষে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কালীঘাট মন্দিরের ইতিহাসে এই ঘটনা প্রথম ঘটল। ১লা বৈশাখে বাংলা নববর্ষে এই প্রথম বন্ধ হল পুজো। প্রতিবারই ভোরবেলা থেকে ভিড় উপচে পড়ত মন্দির চত্বরে। চলত গভীর রাত অবধি মায়ের পূজা-অর্চনা। এই বিশেষ দিনে ভক্তদের ভিড় ঠেকানো দায় হয়ে উঠত। হালখাতা নিয়ে ডালা, প্যাঁড়ার দোকানিদের ও ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা চোখে পড়ত। ভক্তদের ভিড় নেই। পান্ডাদের তৎপরতাও নেই কালীঘাটের মায়ের মন্দিরে।

কালীঘাট মন্দিরের সেবাইতও এই দৃশ্য আগে কখনও দেখেননি। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও শুনসান কালীঘাট মন্দির চত্বর। কমলা ভান্ডার, মাকালী ভান্ডার, রাধিকা ভান্ডার, রাজ ভান্ডার সহ সব দোকানও বন্ধ। তবে ২-৪ জন মানুষের আনাগোনা রয়েই গিয়েছে মন্দিরে। পুলিশের টহল মন্দির জুড়েই। কলকাতার প্রসিদ্ধ কালীমন্দিরের চতুর্দিকে নীরবতা। সতর্কতা বাড়াতে মন্দিরের ২০০ মিটার আগে থেকে গার্ডরেল লাগিয়ে দেওয়া হয়েছে। প্রবেশ করার উপায় নেই।

তবে পুজো বন্ধ নেই মায়ের। গর্ভগৃহে কয়েকজন সেবায়েতের আরাধনায় মায়ের মঙ্গলারতি, সন্ধ্যারতি ও নিত্যপুজো সহ ভোগপর্ব চলেছে বলে জানা গিয়েছে। দর্শনার্থীদের কাছে নবর্ষের দিনে মা অধরাই থেকে গেলেন। বহু দূর থেকে করজোড়ে মায়ের কাছে প্রণাম নিবেদন করা ছাড়া কোনও উপায় নেই। চিরাচরিত প্রথার বাইরে এল এবারের নববর্ষের মায়ের মন্দির।তবে মন্দিরের বাইরে ভোগ বিতরণ করা হয়েছে। সবমিলিয়ে ভয়-ভক্তির ১লা বৈশাখ কালীঘাট মন্দিরে।

Related posts

Leave a Comment