Home Miscellaneous শ্রমিকদের ১২ ঘন্টা কাজের সময়ের দাবিতে মালিকপক্ষ

শ্রমিকদের ১২ ঘন্টা কাজের সময়ের দাবিতে মালিকপক্ষ

9
0
labour 2
labour 2

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বর্তমান করোনাজনিত পরিস্থিতিতে দেশের শ্রমিক-কর্মচারীদের বিষয়ে বিভিন্ন নিয়োগ সংগঠনের সঙ্গে একটি জরুরি ভিডিও কনফারেন্সিং বৈঠক করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গঙ্গোয়ার। ওই বৈঠকে বিভিন্ন মালিকপক্ষ দাবি করেছে, বর্তমার পরিস্থিতির কথা মাথায় রেখে শ্রমিক-কর্মচারীদের কাজের সময় ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘন্টা করা হোক। আবার ৩৩% কর্মীর বদলে ৫০% কর্মচারী নিয়ে কাজ করার অনুমোদন দেওয়া হোক প্রতিষ্ঠানগুলিকে।

এক্ষেত্রে নিয়োগকর্তাদের আরও দাবি, রেড, অরেঞ্জ, গ্রিন এভাবে এলাকা ভাগ না করে শুধুমাত্র কন্টেনমেন্ট ও নন-কন্টেনমেন্ট জোন করুক কেন্দ্র। নন-কন্টেনমেন্ট জোনে সবরকমের কাজের অনুমোদন দেওয়ার কথাও উঠেছে। পাশাপাশি মালিকপক্ষের আরও আর্জি, লকডাউন পর্বে আটকে থাকার পর যেসব পরিযায়ী শ্রমিক ঘরে ফিরছেন, তাঁদের অর্থ সাহায্য ছাড়াও পরবর্তী ৬ মাসের রেশনের ব্যবস্থারও দাবি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here