কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই বোরো ধান কাটার কাজ শুরু করেছে কৃষকরা। ধান কাটার পর নাড়া পোড়ানোর চলও রয়েছে গ্রামীণ এলাকায়। স্থানীয় সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় নাড়া পোড়ানোয় বিপদের আশঙ্কা বাড়ে।
আবার উত্তরবঙ্গের কিছু এলাকায় এখন বেড়েছে ভুট্টার চাষ। সেখানেও ভুট্টা গাছের অবশিষ্ট অংশ পোড়ানো হয়। করোনা পরিস্থিতির মধ্যে এই নাড়া পোড়ানোর ধোঁওয়া থেকেও শ্বাসকষ্ট বাড়তে পারে বলেও বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্দাজ করছেন। উল্লেখ্য, ভিনরাজ্যে পাঞ্জাবে এবছর নাড়া পোড়ানো বন্ধ করতে তা সচেষ্ট হয়েছে। সেখানকার সরকার ও কৃষক সংগঠনগুলি মিলিতভাবে এই উদ্যোগ নিয়েছে।
তবে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই প্রবণতা বন্ধে নির্দেশিকা জারি করে। তবে তা এখনও বাস্তবায়িত হয়নি। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার রাজ্য সম্পাদক মল হালদার জানিয়েছেন, চেষ্টা করে এখনও তা বন্ধ করা যায়নি। আমরা কৃষকদের এটা বোঝানোর চেষ্টা করছি। বলছি, এতে লাভ হচ্ছেই না, বরং ক্ষতি হচ্ছে।