Home Miscellaneous জলযান ও মাছ ধরা বন্ধে সুন্দরবনে বাঘেদের অবাধ বিচরণ

জলযান ও মাছ ধরা বন্ধে সুন্দরবনে বাঘেদের অবাধ বিচরণ

47
0
tiger
tiger

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে সুন্দরবনের নদীগুলিতে জলযানের দাপাদাপি নেই। নদীতে মাছ ধরা বন্ধ হওয়ায় প্রতিদিনই বাঘের দেখা পাওয়া যাচ্ছে। বনদপ্তর সূত্রের খবর, সুন্দরবনের বিভিন্ন রেঞ্জ ও বিট এলাকায় বাঘেদের স্বচ্ছন্দ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। সুন্দরবনের এ ঘটনা পূর্বে কখনও দেখা যায়নি। সজনেখালি রেঞ্জের দয়াপুর ও জেমসপুরে ত্রাণ বিলি করতে গিয়ে এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

এইসময় জঙ্গলে মৌচাক ও মৌমাছির সংখ্যা অতীতের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে এবিষয়ে নিয়েও বিস্তর আলোচনা করেন বনমন্ত্রী। উল্লেখ্য, সাম্প্রতিক বুলবুল ঝড়ে সুন্দরবন বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ের তান্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে গাছেরও। ফুল না হওয়ার জন্য মৌমাছিরাও ভিড় করছে না। মৌচাকের সংখ্যাও কমে গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, করোনা সংক্রমণের জেরে লকডাউন পরিস্থিতিতে দয়াপুর ও জেমসপুরে সুন্দরবন এলাকার ২,৩৫০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বনমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here