Home Miscellaneous বিরাট ধাক্কা খেতে চলেছে পশ্চিম এশিয়ার দেশগুলির অর্থনীতি

বিরাট ধাক্কা খেতে চলেছে পশ্চিম এশিয়ার দেশগুলির অর্থনীতি

6
0
saudi-oil-refinary
saudi-oil-refinary

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ জোগান। তবে চাহিদা নেমেছে তলানিতে। অশোধিত তেলের দাম নিম্নমুখী। এর জেরে বিরাট ধাক্কা খেতে চলেছে পশ্চিম এশিয়ার অর্থনীতি, এমনটাই বিশেষজ্ঞরা মনে করেছেন। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, মূলত তেলের রপ্তানি নির্ভর দেশগুলি সঙ্কটে পড়বে। আবার আইএমএফ সূত্রে জানানো হয়েছে, এবছর সমগ্র পশ্চিম এশিয়ার অর্থনীতি বিপর্যস্ত হবে।

এই সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞমহলের একাংশ বলছেন, মে-জুন মাসে অধিকাংশ দেশের তেলভাণ্ডার পূর্ণ থাকবে। অদূর ভবিষ্যতেও আশার আলো মিলবে না তেলের বাজারে। ব্যারেলে ব্রেন্ট ক্রুড ২০ ডলারে নেমেছে। আবার মার্কিন অশোধিত তেলের জুনের আগাম দর নামে ২.৪২ ডলারে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে একাধিক তেল লেনদেনকারী সংস্থা নিজেদের ইতিমধ্যেই দেউলিয়া ঘোষণা করেছে।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার দেশগুলির রাজস্বের একটা বড় অংশ আসে তেল বেচেই। রাজস্ব বিপুল কমবে তা এখনই ইঙ্গিত মিলছে। বৃহত্তম তেল উৎপাদনকারী সৌদি আরবকেও সরকারি প্রকল্প স্থগিত রাখতে হচ্ছে। সরকারি কর্মীদের সুযোগও কমবে ইরাকে। এইসব দেশের বাজেটের ৯০% অর্থ বরাদ্দ হয় তেল রপ্তানি করেই। সবমিলিয়ে পশ্চিম এশিয়ার দেশগুলির সমস্যা বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here