Home Miscellaneous লকডাউনে স্বাধীন রাজ্যে ময়ূরদেরও অবাধ বিচরণক্ষেত্র

লকডাউনে স্বাধীন রাজ্যে ময়ূরদেরও অবাধ বিচরণক্ষেত্র

3
0
picock
picock

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পৃথিবী ফিরে এসেছে তার পুরোনো ছন্দে। করোনা সংক্রমণে বিপর্যস্ত মানুষ লকডাউনে ঘরবন্দি। তবে বায়ু, নদী, আকাশে ভিন্ন চেহারা। শিল্পাঞ্চলেও পরিবেশে স্বস্তি। দূষণমুক্ত হয়েছে আবহাওয়া। সভ্যতার অত্যাচার অনেক ভোগ করেছে জীবজন্তুরা। এবার তারা সাময়িক স্বস্তিতে।

সূত্রের খবর, কলকাতা শহর থেকে মাত্র ২৩ কিমি দূরে ব্যারাকপুরের রাস্তায় দেখা মিললো ময়ূরের। রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন সেখানকার মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্তেই পাখি-পক্ষী, জীবজন্তুরা অবাধ বিচরণ করছে। কোথাও দেখা মিলছে হরিণের দলকে, আবার কোথাও দেখা পাওয়া যাচ্ছে শেয়াল, খরগোশদের। যেন তাদের স্বাধীন রাজ্য। ভিড় নেই, গাড়ির শব্দ নেই। নেই দূষণও।

সূত্রের আরও খবর, প্রচুর পাখি, বুনো খরগোশ, বাঁদর, সাপেদেরও ঝোঁপঝাড়ে দেখা মিলছে। আবার শহর ও শহরতলীর গাছ-গাছালিতেই পাখিদের কূজন শোনা যাচ্ছে। তবে একেবারে জনবহুল এলাকাতে দেখা মিলল ২টি ময়ূরের। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের পাঁচিলে ও কলেজের আশেপাশের রাস্তায় তাদের স্বাধীনভাবে ঘুরতে দেখছেন সেখানকার মানুষ। এর আগে এই দৃশ্য দেখেননি সেখানকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here