কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান আস্ফালনে পরেও জেলায় জেলায় ধ্বংসাত্মক ছবি। কোথাও পানীয় জলের সঙ্কট তীব্র হয়েছে, আবার কোথাও নদীবাঁধ ভেঙে সবই জলমগ্ন। অনেক জায়গায় টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। সবমিলিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। সূত্রের খবর, হাওড়া পুরসভা এলাকায় পানীয় জলের সঙ্কট বেড়েছে। বিভিন্ন এলাকা জলমগ্ন।
পদ্মপুকুর জলপ্রকল্পের ভিতরেও জল। ৯টি পাম্পের অধিকাংশই জলের তলায় রয়েছে বলে জানা গিয়েছে। জলসঙ্কট মোকাবিলায় বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা অব্যাহত। কলকাতা পুরসভা থেকেও ৫০টি জনের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে বলে খবর। আবার দাশনগর এলাকায় পানীয় জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার জন্য সাধারণ মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে।