Home Miscellaneous বোটানিক্যাল গার্ডেনের বহু গাছ ভেঙে গিয়েছে ঝড়ের তাণ্ডবলীলায়

বোটানিক্যাল গার্ডেনের বহু গাছ ভেঙে গিয়েছে ঝড়ের তাণ্ডবলীলায়

2
0
botanical garden
botanical garden

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সুপার সাইক্লোন আম্ফানে বোটানিক্যাল গার্ডেনকেও তছনছ করেছে। সূত্রের খবর, এশিয়ার অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যানের এখন লন্ডভন্ড চেহারা। ঘূর্ণিঝড়ের দাপটে নিস্তার মেলেনি বিশ্বের সবথেকে বড় বটগাছেরও। বহু গাছের গুঁড়ি আছড়ে পড়েছে মাটিতে। মেহগিনি, বট, অশ্বথ সহ বহু গাছ ভেঙে গিয়েছে ঝড়ের তাণ্ডবলীলায়। দেশি-বিদেশি প্রচুর গাছ ভূ-পতিত।

বোটানিক্যাল গার্ডেনের দুষ্প্রাপ ভেষজ উদ্ভিদেরও বহু ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ জানতে উদ্যোগী হল কর্তৃপক্ষ। বোটানিক্যাল গার্ডেনের আধিকারিক ও বিজ্ঞানীরা এলাকা পরিদর্শন করেছেন বলে জানা যায়। এই উদ্ভিদ উদ্যানকে কীভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তার পরিকল্পনাও শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত গাছগুলি সরিয়ে একই প্রজাতির নতুন গাছ লাগানো হবে বলে বোটানিক্যাল গার্ডেন সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here