কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যব্যাপী ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবের চিহ্ন। বিপর্যস্ত মানুষ। এরপরও ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ৫ জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরদিন রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। পাশাপাশি ৫ জেলা ছাড়াও উত্তরবঙ্গের উত্তরদিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস থেকে পাওয়া সূত্রে আরও জানা গিয়েছে, পূবালী হাওয়া ও দক্ষিণী হাওয়ার জেরে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাস্প রাজ্যে ঢুকেছে। তার জেরেই এই বৃষ্টির সম্ভাবনা।
আম্ফান বিপর্যয়ের পর কলকাতা সহ বিভিন্ন জেলায় বহু জায়গায় গাছ পড়ে রয়েছে। এখনও বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। পানীয় জলের অভাব বেড়েছে। এই পরিস্থিতিতে ফের বৃষ্টির পূর্বাভাসে শঙ্কিত মানুষ।