কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণেশ্বর, বেলুড় ও তারপর তারাপীঠ মন্দির না খোলার সিদ্ধান্ত গ্রহণ করল কর্তৃপক্ষ। অন্যদিকে, ১ জুন থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে কালীঘাট ও আদ্যাপীঠ মন্দির। সূত্রের খবর, দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ পুলিশের কর্তাব্যক্তিদের সঙ্গে একটি বৈঠক করেছেন। মূল প্রবেশদ্বারে স্যানিটাইজেশন টানেলের মাধ্যমে জীবাণুমুক্ত করার পর দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।
সরকারি নির্দেশ মেনে ১০ জন প্রবেশ করা যাবে। ওই ১০ জন বার হওয়ার পর ফের ১০ জন প্রবেশের সুযোগ পাবেন। দূর থেকেই পুজো দিতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেবের ঘর বন্ধ রাখা নিয়ে আলোচনা হয়েছে। পঞ্চবটির দিকও বন্ধ রাখা হবে বলে আলোচনা হয়। আবার দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন ডালার দোকানগুলি একদিনে সব না খুলে রদবদল করে খোলার কথা বলা হয়েছে।
পাশাপাশি তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। আপাতত ১৫ জুন পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের ৩ মূল প্রবেশ পথে স্যানিটাইজার টানেল বসানো হবে।