কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মাহেশের রথের চাকা থমকে গেল দীর্ঘ ৬২৪ বছর পর। করোনার আবহে এবছর মাহেশে দেখা যাবে না রথ। ৬২৪ বছরের প্রাচীন রথযাত্রা এবার স্থগিত রাখল জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ড। উল্লেখ্য, ওড়িশার পুরীর পর মাহেশে দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার আয়োজন হয়। স্থানীয় সূত্রে খবর, মন্দির কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে। মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে বলেন। এরপর জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করে মন্দির কমিটি। প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনার পর রথযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।