Oxford UniversityMiscellaneous 

করোনা ভ্যাকসিন সেপ্টেম্বরেই, দাবি অক্সফোর্ড গবেষকদের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছেন।এরই মধ্যে অক্সফোর্ড বিজ্ঞানীদের দাবি, তারা সেপ্টেম্বরের মধ্যে বাজারে নিয়ে আসতে পারবেন করোনার ভ্যাকসিন। অক্সফোর্ডের গবেষক দলের প্রধান জন বেল এই বিষয়ে জানিয়েছেন, বছর শেষ হওয়ার আগেই ব্রিটেনের সব নাগরিকদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে।বেশ কিছুদিন আগেই অক্সফোর্ডে করোনার গবেষণা শুরু হয়ে গিয়েছিল।গত বৃহস্পতিবার সেখানকার গবেষক দলের প্রধান কিছুটা আসার আলো দেখালেন।সূত্রের খবর, জন বেল জানান, যেভাবে দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে সব ঠিক থাকলে এ বছরের শেষে এই ভ্যাকসিন সাধারণ ব্রিটেনবাসী সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলিও এই ভ্যাকসিনের সুবিধা পাবেন।

Related posts

Leave a Comment