কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কাল রাজ্যসভার ১৮ আসনে নির্বাচন। সূত্রের খবর, ৭ রাজ্যের ১৮ আসনে রাজ্যসভার নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটদান চলবে। গণনা বিকেল ৫টার পর। ওইদিনই ফল প্রকাশিত হবে। দেশজুড়ে করোনার সংক্রমণ অব্যাহত। এর মধ্যেই এই প্রথম ভোটদানের মতো একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হতে চলেছে। তবে এটি অনলাইন বা ভার্চুয়াল নয়। বাস্তবে ব্যক্তিগতভাবে বিধায়করা বিধানসভায় গিয়ে ভোট দেবেন। জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় হাজারখানেক বিধায়ক রাজ্যে ভোট দেবেন। তার মধ্যে গুজরাটে ৩ জন ও মধ্যপ্রদেশে ১ জন বিধায়ক ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। কমিশন সূত্রের খবর, করোনা আক্রান্ত বিধায়করা ভোট দেওয়ার সুযোগ পাবেন সবার শেষে। যাতে সংক্রমণের সম্ভাবনা না তৈরি হয়।