Home Miscellaneous ব্যস্ততম শহর হয়ে উঠেছে কোলাহলমুক্ত জনমানবহীন

ব্যস্ততম শহর হয়ে উঠেছে কোলাহলমুক্ত জনমানবহীন

6
0
maa udalpool
maa udalpool

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের জেরে লকডাউন পর্ব অব্যাহত। গোটা বিশ্বে কোভিড-১৯ সংক্রমণে ভয়াবহ পরিস্থিতি। ভারতেও এর প্রভাব বেড়েছে। পশ্চিমবঙ্গেও রাজ্য প্রশাসনের বিশেষ নজরদারি রয়েছে। আক্রান্ত হওয়ার খবর আসছে। তা মোকাবিলায় সচেষ্ট চিকিৎসক, নার্স সহ প্রশাসনের সর্বোচ্চস্তর। এর আগে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, সার্সের মতো নানা অসুখের সঙ্গে পরিচিত হয়েছি আমরা। এবার নতুন সংক্রমণ — কোভিড-১৯। অতীতে প্রবীণ মানুষেরা প্লেগের মতো রোগের মুখোমুখি হয়েছিলেন। এবার পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন।

লকডাউনে গৃহবন্দি থেকে মধ্যবিত্তরা বিশেষ উপলব্ধি করছেন এই সময়টাকে। স্বল্প টাকাতেই সংসার চালানোর ভাবনা। খাবার পদেও নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে সঙ্কট। মধ্যবিত্তের লাইফস্টাইলে বেড়েছে একাধিক সমস্যা। বাড়িতে কাজের লোক আসছে না লকডাউন পরিস্থিতিতে। অনভ্যস্ত হাতেই কাজগুলো সামলাতে হচ্ছে। কাজের লোকের পরিবারগুলোরও একই অবস্থা। টাকার টান।

গ্রামাঞ্চলে খোলামেলা আকাশ। এইসময় শহরেও দূষণমুক্ত নীল আকাশ দেখা যাচ্ছে। রাস্তাঘাট সুনশান। সন্ধ্যা নামতেই দেখা নেই মানুষের। পুলিশভ্যান ও অ্যাম্বুলেন্স চলার শব্দ কোনও কোনও সময় কানে আসছে। এইসময় জানালার ধারে বসেই শহরের ছবিটা দেখা যাচ্ছে। কলকাতার ব্যস্ততম শহরটা হয়ে উঠেছে কোলাহলমুক্ত জনমানবহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here