কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১০৭ বছরের করোনা যোদ্ধা। স্পেনের সবচেয়ে বেশি বয়সী করোনা আক্রান্ত বৃদ্ধা। রীতিমতো লড়াই করে করোনা যুদ্ধে জয়ী হলেন আনা দেল ভালে। ১৯১৮ সালের ভয়াবহ স্প্যানিশ ফ্লু প্রত্যক্ষ করেছেন তিনি। তখন তিনি ছোট থেকেও আক্রান্ত হয়েছিলেন। সেই ফ্লু-কে হারিয়ে জয়ী হন ছোট্ট আনা। ২০২০ সালেও করোনায় আক্রান্ত হন। এবারও অতিমারীকে রুখে জয়ী হলেন ওই বৃদ্ধা।
স্পেনের একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন করোনার আক্রান্ত সন্দেহে। পরীক্ষার পর কোভিড-১৯ পজিটিভ হয়। পরিবারের লোকেরা বাঁচার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন। সবাইকে অবাক করে বয়সের চ্যালেঞ্জ অতিক্রম করে করোনা জয়ী হলেন ওই লেডি আনা দেল ভালে। করোনাকে জয় করার পর ‘ঠাম্মা-আনা’কে ঘিরে উৎসাহ বেড়েছে স্পেনে।