Home Miscellaneous বর্তমান পরিস্থিতিতে বিকল্প পথের সন্ধানে কেন্দ্রীয় সরকার

বর্তমান পরিস্থিতিতে বিকল্প পথের সন্ধানে কেন্দ্রীয় সরকার

30
0
nitin gadkari 2

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অনির্দিষ্টকাল লকডাউন সমাধানসূত্র নয়। বিকল্প পথের সন্ধানে সচেষ্ট কেন্দ্র। তৃতীয় পর্যায়ের লকডাউন চলছে। আর ৭ দিন পরই তৃতীয় দফার সময়সীমাও উত্তীর্ণ হবে। পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে প্রচেষ্টা অব্যাহত। কীভাবে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসা যাবে তা নিয়েও ভাবনা-চিন্তা চলছে।

সূত্রের খবর, বর্তমান পরিস্থিতির বিচারে এখনই অনেকে বলছে, লকডাউন অন্তহীন সময়ের জন্য চলতে পারে না। এক্ষেত্রে দেশবাসীকে সতর্ক থাকার গাইডলাইনও দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সন্ধানও চলছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার এখন চাইছে সতর্কতা বজায় রেখে লকডাউন পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেড়িয়ে আসতে।

কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যম জানিয়েছেন, এখনই সব স্বাভাবিক কাজকর্ম শিল্পমহল শুরু করুক। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার শীঘ্রই আর্থিক প্যাকেজ ও অন্যান্য সহায়তা দিতে চলেছে বলেও জানিয়েছেন তিনি। আবার কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি ভিডিও কনফারেন্স করেছেন সর্বভারতীয় রিটেলার সংগঠনের সঙ্গে। পরিস্থিতি স্বাভাবিক করতে খুচরো ব্যবসা শুরু করার কথাও বলা হয়েছে। কেন্দ্র-রাজ্য একযোগে এবিষয়ে সহায়তা করবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here