কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ২ সপ্তাহ পরে ইপিএল শুরু হবে। ইপিএল কর্তৃপক্ষ সব ক্লাবকেই খসড়া নিয়মাবলী পাঠিয়ে দিয়েছে। জানা গিয়েছে, এক্ষেত্রে প্রথম শর্ত রয়েছে, ম্যাচে স্টেডিয়ামে ৩০০ জনের বেশি দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে না। ওই ৩০০ জনের তালিকায় কারা থাকবেন, তারও তালিকা দেওয়া হয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, ক্লাবগুলো তাদের মতামত জানিয়ে ওই তালিকার মধ্যেই অন্য কাউকে ঢোকানোর দাবিও করতে পারে।
আরও জানা গিয়েছে, প্রতি টিমের ২০ জনের বেশি ফুটবলার থাকতে পারবেন না। কোচিং স্টাফের সংখ্যা ১২ জনের বেশি থাকবে না। আবার প্রতি ক্লাবের ডিরেক্টর সহ ১০ জন কর্তাব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে। আরও জানা গিয়েছে, বাছাই প্রিন্ট মিডিয়াই কেবল প্রবেশ করতে পারবে। কোচেরা ভিডিও কলে প্রেস কনফারেন্স করতে পারবেন।