Home Miscellaneous আম্ফান ঝড়ে ভাঙড়ের সবজি ভান্ডারের ব্যাপক ক্ষয়ক্ষতি

আম্ফান ঝড়ে ভাঙড়ের সবজি ভান্ডারের ব্যাপক ক্ষয়ক্ষতি

27
0
aamfan
aamfan

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান তান্ডবে ভাঙড়ে সবজি ফসলের ব্যাপক ক্ষতি। স্থানীয় সূত্রে খবর, ভাঙড় ২ নং ব্লকের ফসলের ক্ষয়ক্ষতি ব্যাপক মাত্রায়। এই ব্লক সম্পূর্ণভাবে সবজি-নির্ভর। ১০টি গ্রামপঞ্চায়েতের ৭০টিরও বেশি গ্রামীণ মাঠে বিঘার পর বিঘা জমিতে সবজি চাষ হয়। কুমড়ো, লাউ, পুঁইশাক, বরবটি, টমাটো, ক্যাপসিক্যাম, লঙ্কা সহ বিবিধ চাষ হয় এইসব উর্বর জমিতে। এই ফসল কলকাতার পাশাপাশি ভিনরাজ্যেও পাড়ি দেয়।

আম্ফানের ভয়ঙ্কর ঝাপটার পর এখানকার সবজি ক্ষেতে সবুজ উধাও। ধ্বংসলীলায় ধু-ধু করছে কৃষিক্ষেত। স্থানীয় পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, ভাঙড় ২ নং ব্লকে আম্ফানের পূর্বে ২,৭১০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি ছিল। তীব্র ঝড়ের গ্রাসে বড় অংশে সবজির ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে চাষিদের ক্ষতিপূরণ না দিলে চরম বিপদে পড়বে কৃষকরা। ভাঙড়ের সবজি ভান্ডারের ক্ষয়ক্ষতিতে প্রায় ৩ মাস সবজি পাওয়া যাবে না বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here