Home Miscellaneous আদিবাসী মহিলা সোনাঝরিয়া মিনজ উপাচার্য হলেন

আদিবাসী মহিলা সোনাঝরিয়া মিনজ উপাচার্য হলেন

7
0
sidhu kanhu murmu university
sidhu kanhu murmu university

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্বাধীনতার পর প্রথম কোনও আদিবাসী মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন। বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যের বঞ্চিত সমাজের কাছে রীতিমতো খুশির খবর। সোনাঝরিয়া মিনজ এই আদিবাসী নারী। ঝাড়খণ্ডের সিধো-কানহো বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য হয়েছেন। সূত্রের খবর, সোনাঝরিয়া মিনজ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ছিলেন।

আদিবাসী ও দলিত সমাজের একজন মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ায় ঝাড়খন্ড সহ দেশের আদিবাসী সমাজে উচ্ছ্বাস। ঝাড়খন্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মু সোনাঝরিয়া মিনজের হাতে নিয়োগপত্র তুলে দিলেন। উল্লেখ্য, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে সোনাঝরিয়ার বিষয় ছিল অঙ্ক। ১৯৮৬ সালে কম্পিউটার সায়েন্স পড়তে ভর্তি হয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here