কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ক্রমশ স্বাভাবিক জন-জীবনের পথে হাঁটছে বঙ্গ। তবে স্বাস্থ্যবিধি আর নিয়মকে সঙ্গী করেই এগিয়ে যেতে হচ্ছে। সূত্রের খবর, ১ জুন থেকে খুলতে চলেছে ধর্মস্থান। জানা যায়, ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সরকারি দফতর। অন্যদিকে বাসে যাত্রী বাড়ানোর অনুমোদন মিলেছে। আবার হকারদের বসার ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা করবে পুলিশ। নবান্নে এবং ট্যুইটে এই সব পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রের খবর, আগামী ১ জুন থেকে খুলে যাবে ধর্মীয় স্থান। ১০ জন পর্যন্ত প্রবেশে ছাড় রয়েছে। তবে কোনও বড় উৎসব নয়। ১০০ শতাংশ কর্মী চা-বাগান ও জুট মিলে এবং ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলবে সরকারি অফিস। গোটা জুন মাসই বন্ধ স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র।