NonajalMiscellaneous 

বিধ্বস্ত সুন্দরবনে নোনাজল রুখতে প্রয়াস প্রশাসনের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আম্ফান ও তার পরবর্তী পর্যায়ে ভরা কোটালের জেরে বিধ্বস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা।বাঁধ ভেঙে চাষের জমি ও পুকুর নোনা জলে ভরে গিয়েছে।সূত্রের খবর, এরফলে ৪৮০০ হেক্টর চাষের জমির ব্যাপক ক্ষতি হয়েছে।পাশাপাশি বহু পুকুরের মাছ মারা গিয়েছে।কৃষি দপ্তর সূত্রের আরও খবর, কুলতলি ব্লকের বহু গ্রাম ও মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রামপঞ্চায়েত এলাকায় নোনা জল ঢুকে যায়। মাটির সঙ্গে এই জল মিশে গিয়ে চাষের জমিকে অনুর্বর করে দেবে বলে, স্থানীয় কৃষকরা মনে করছেন।সেই কারণে সেচ দপ্তরের পাম্প ব্যবহার করে বিভিন্ন এলাকার জল নিষ্কাশন করা হচ্ছে। পরে জমি থেকে নুন জমে যাওয়া মাটি কেটে ফেলা হবে বলেও জানা যায়।বারুইপুরের মহকুমাশাসক দেবারতি সরকার এ বিষয়ে জানিয়েছেন , পাম্পসেটের মাধ্যমে জমি থেকে নোনা জল বার করার কাজ শুরু হয়েছে।সরকারি পরিসংখ্যান অনুযায়ী বারুইপুর মহকুমার প্রায় সব গ্রামেই নোনা জল ঢুকে যায়। প্রায় ৩৯০০ হেক্টর চাষের জমির ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষকদের পাম্পসেট ব্যবহার করে এই জল সরানোর ব্যবস্থা করা হয়েছে।

Related posts

Leave a Comment