কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণেশ্বর মন্দির খোলার তৎপরতা শুরু। সূত্রের খবর, ভক্ত ও দর্শনার্থীদের জন্য কবে মন্দির খোলা হবে, তার ঘোষণা হবে আগামীকাল। উল্লেখ্য, স্বাস্থ্যবিধির বিষয়টি নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে মন্দির কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরি এই সংক্রান্ত বিষয়ে ট্রায়াল রান হবে বলে জানিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যবিধির বিষয়ে একাধিক উদ্যোগ নিতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। অন্যদিকে দক্ষিণেশ্বর মন্দির বন্ধ থাকায় আদ্যাপীঠ মন্দিরে যান অনেক দর্শনার্থীরা। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দু-বেলায় ১০০ জনের মতো ভক্ত ও দর্শনার্থী এসেছিলেন পুজো দিতে। করোনা মুক্তির প্রার্থনাও করেছেন অনেকে।