কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : চলতি বছরে ১৮টি নজরদারি ও যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে গার্ডেনরিচে। সূত্রের খবর, গত ২০১৯-২০ অর্থবর্ষে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ গার্ডেনরিচশিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) ৪টি জাহাজ তৈরি করেছে। জানা গিয়েছে, যার মধ্যে দুটি নৌবাহিনী এবং দুটি উপকূলরক্ষী বাহিনীকে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ৫টি প্রজেক্টে মোট ১৮টি যুদ্ধজাহাজ ও নজরদারি জাহাজ তৈরির কাজ চলছে। যার মধ্যে ৪টি নৌবাহিনীর এবং একটি উপকূলরক্ষী বাহিনীর প্রজেক্ট। সূত্রের আরও খবর, জিআরএসই কর্তৃপক্ষ তাদের কাজকর্ম ও অর্থনৈতিক হিসেবের রিপোর্ট প্রকাশ করেছে। তাতে একথা জানানো হয়েছে। পাশাপাশি চলতি অর্থবর্ষে যুদ্ধজাহাজ বা নজরদারি জাহাজ তৈরিতে আরও জোর দিতে উদ্যোগী হয়েছে।