Home Miscellaneous ভাইজাগের গোপালপত্তনমে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ১১

ভাইজাগের গোপালপত্তনমে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ১১

30
0
vizag-gas
vizag-gas

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভাইজাগে গ্যাস লিক কান্ড ঘিরে চরম পরিস্থিতি। ভাইজাগে ছড়িয়ে পড়ল ভোপালের সেই আতঙ্ক। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের ভাইজাগের নিকটস্থ গোপালপত্তনমে এই ভয়ঙ্কর অঘটন ঘটল। মর্মান্তিক এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু-সহ ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, বিষাক্ত এই গ্যাসে অসুস্থ হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই গ্যাস। অনেক পশুপাখির মৃত্যুর খবরও পাওয়া যায়। বিষাক্ত এক গ্যাসের প্রভাবে অনেক মানুষ মাটিতে লুটিয়ে পড়েন। অন্যদিকে গ্রেটার ভাইজাগ পুরসভার পক্ষ থেকে শহরের বাসিন্দাদের বাড়ি থেকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here