Home Miscellaneous হাতি হত্যায় সরব বলিউড

হাতি হত্যায় সরব বলিউড

31
0
elephant 2
elephant 2

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কেরালায় অন্তঃসত্ত্বা হাতি হত্যার ঘটনায় গোটা দেশে চাঞ্চল্য। প্রতিবাদে সরব বলিউড তারকারা। এই তালিকায় রয়েছেন অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, জন আব্রাহাম সহ বিশিষ্ট তারকারা। উল্লেখ্য, আনারসের মধ্যে বাজি ভরে হাতিটিকে খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে বলিউড নক্ষত্র অক্ষয়কুমারও প্রতিবাদে সরব হয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী অনুষ্কা শর্মার মন্তব্য, প্রাণীদের বিরুদ্ধে হিংসা আটকাতে আরও কঠিন আইন প্রণয়ন করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here