কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার মারণ গ্রাসে গোটা বিশ্ব। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতের “আয়ুষ্মান ভারত” বিমা প্রকল্পের প্রসার ঘটাতে পারে, সূত্রের এমনই খবর। করোনা পরিস্থিতিতে আয়ুষ্মান ভারতের কাছে রয়েছে একটা বড় সুযোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেডরস আধানম গেব্রেসাস এই মন্তব্য করেছেন।
ভারতে করোনা পরিস্থিতি নিয়ে গেব্রেসাস জানিয়েছেন, কোভিড অবশ্যই বিশ্বের অনেক দেশের কাছে বর্তমানে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতির জন্য যে সুযোগ আসছে, তা কাজে লাগাতে হবে। বিশেষ করে আরও বেশি করে “আয়ুষ্মান ভারত” বিমা প্রকল্পের বিস্তার ঘটিয়ে ভারত মানুষের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার দিকে অনেক বেশি নজর দিতে পারে।
ভারত সরকারের আনা “আয়ুষ্মান ভারত” প্রকল্প বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্যবিমা প্রকল্প। উল্লেখ্য, গত মাসে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, এই প্রকল্পে লাভবান মানুষের সংখ্যা এক কোটি অতিক্রম করেছে। এই প্রেক্ষাপটে গেব্রেসাস জানিয়েছেন, এই প্রকল্প যেভাবে তার বিস্তার ঘটাচ্ছে, তা আদতে ভারতকে সাহায্য করছে।