kapil gavaskarMiscellaneous 

আশির দশকে ক্রিকেটে ম্যাচ ফি ছিল যৎসামান্য

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বর্তমান সময়ের মতন মুনাফাদার ক্রিকেট আশির দশকে ছিল না। তৎকালীন সময় কপিলদেব ও গাভাস্কারদের মত খেলোয়াড়দের ম্যাচ ফি ছিল সর্বমোট ২১০০ টাকা। ১৯৮৩ সালের ২১ সেপ্টেম্বরের ওয়ান ডে ম্যাচের বরাদ্দ অর্থের তালিকায় ওই সময়ের ক্রিকেটদের সাক্ষর রয়েছে। এই তথ্যকে সমর্থন জানান ওই সময়ের দলের ম্যানেজার বিসেনসিং বেদি।

Related posts

Leave a Comment