কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ শিক্ষকমহলের জন্য কেন্দ্রের নয়া নির্দেশিকা আসতে চলেছে।কোভিড চলে গেলেও, তার রেশ থাকবে বহুদিন, এমনটাই আন্দাজ করছেন বিশেষজ্ঞমহল।এই পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষিকাদের পড়ানোর নতুন চিন্তা-ভাবনা চলছে।অনলাইন ক্লাস কিভাবে করাতে হবে, তার জন্য প্রায় ৪০০ পাতার একটি নিয়ম-বিধি প্রকাশ করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এন সি আর টি )। এই সবের জন্য শিক্ষকদের অবশ্যই স্কাইপি, টুইটার, ইন্সট্রাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। করোনা আবহে দেশজুড়ে কেন্দ্রের এই নতুন নীতি রূপায়িত হতে পারে।করোনা পরবর্তী পরিস্থিতিতে স্কুলে গিয়ে শিক্ষালাভই একমাত্র উপায় আর থাকবে না, এমনটা ভেবেই বেছে নিতে হবে বিকল্প পথ।ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছতে গেলে অবশ্যই জেনে নিতে হবে গ্রুপ চ্যাটিং, তৈরি করে নিতে হবে হোয়াটসআপ গ্রূপ, ভিডিও আপলোড করা প্রভৃতি বিষয়।এক্ষেত্রে তাই দ্রুত সব মাধ্যমের শিক্ষকদেরই বর্তমান প্রযুক্তি ও অন্যান্য বিষয়গুলি নিয়ে পারদর্শী হয়ে উঠতে হবে, এমনটাই জানানো হয়েছে।