কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ১জুন থেকে শুরু হয়ে গিয়েছে আনলক ওয়ান।ধীরে ধীরে খুলছে সরকারি ও বেসরকারি অফিস-কাছারি।লকডাউনের প্রবল ধাক্কা সামলে অর্থনীতির চাকা ঘোরানোর চেষ্টায় রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছে।ইতিমধ্যে সামাজিক পেনশন প্রকল্পে গরিব, তফসিলি জাতি-উপজাতিদের জন্য এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে।এরজন্য আটশো পঞ্চাশ কোটি বরাদ্দ করা হয়েছে।এছাড়াও লজিস্টিক হাব তৈরি ও আধুনিকীকরণের জন্য বিশ্বব্যাঙ্ক থেকে ১০৫০ কোটি টাকার ঋণ গ্রহণের প্রস্তাব ইতিমধ্যেই মন্ত্রিসভা মঞ্জুর করেছে করেছে বলে জানা যায়।