কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : “আম্ফান”-এর এক পক্ষকাল অতিক্রান্ত। মূল ভূ-খণ্ডের সঙ্গে এখনও সাগরদ্বীপের যোগাযোগ বিচ্ছিন্ন। সূত্রের খবর, ঝড় ও মুড়িগঙ্গার জলোচ্ছ্বাসে বিধ্বস্ত সাগরের কচুবেড়িয়া জেটিঘাটের ১ নম্বর জেটি। ভেসেল দাঁড়ানোর অংশটি ভেঙে আলাদা হয়ে গিয়েছে। এরফলে কাকদ্বীপ ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল চলাচল বন্ধ। জানা গিয়েছে, সাগরদ্বীপের প্রায় কয়েক লক্ষ বাসিন্দা দুর্ভোগে।
এমনকী রুটি-রুজি, ব্যবসা থেকে চিকিৎসার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের গতিও শ্লথ হয়ে গিয়েছে। অন্যদিকে ভেসেল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে কয়েকটি ট্রলারে যাত্রী পারপার হচ্ছে। ভাড়া অনেক বেশি বলেও স্থানীয় সূত্রে অভিযোগ। সূত্রের আরও খবর, কাকদ্বীপ লট-৮-এর এলসিটি, ১ ও ২ নম্বর জেটিঘাটকে কেন্দ্র করে কয়েকশো দোকান ও হোটেল তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে একেবারে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা। লকডাউনের পর গত ১ জুন থেকে দোকান খুললেও ভেসেল বন্ধ থাকায় যাত্রীর দেখা মিলছে না। সব মিলিয়ে হাত-পা গুটিয়ে বসে থাকার অবস্থা।