উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে নম্বর-সহ ইন্টারভিউ তালিকা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা। সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করার পর অভিযোগ ওঠে। এক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্নও ওঠে। এরপর মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ৭ দিনের মধ্যে ইন্টারভিউয়ের তালিকা নতুন করে প্রকাশ করতে হবে কমিশনকে।
এ বিষয়ে আরও জানা যায়, প্রত্যেক যোগ্য প্রার্থীর নামের পাশে অ্যাকাডেমিক, প্রফেশনাল ও টেটের নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি যাঁদের আবেদন বাতিল হয়েছে বা যাঁরা ইন্টারভিউয়ে ডাক পাননি, তাঁদেরও তালিকা বার করে বাদ পড়ার কারণ উল্লেখ করতে হবে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে। এরপর সেই তালিকা দেখে পরবর্তী নির্দেশ দেবে আদালত। ততদিন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।
উল্লেখ করা যায়, অস্বচ্ছতার অভিযোগে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য উচ্চ প্রাথমিকের নিয়োগ তালিকা বাতিল করে দিয়েছিলেন। কীভাবে ইন্টারভিউয়ের তালিকা বার করতে হবে, সেই নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। এরপর অভিযোগ সামনে আসায় সমস্যা বাড়ে।

