কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দেশজুড়ে শোরুম খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে তানিশক। সংস্থা সূত্রে খবর, দেশব্যাপী ৩২৮টি শোরুম ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রক্রিয়াও শুরু হয়েছে। টাইটান কোম্পানি লিমিটেডের অধীনে থাকা এই সংস্থা সূত্রে জানানো হয়েছে, শোরুম খোলার ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সরকারের দেওয়া সব ধরনের নিয়ম মেনে চলবে তারা। আবার শোরুমগুলোতে কর্মী এবং ক্রেতাদের সুরক্ষিত রাখতে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ নিয়ম চালু করা হয়েছে।
সূত্রের আরও খবর, পার্কিং জোন থেকে লিফট, সেলস কাউন্টার, বিলিং ডিভিশন, ওয়াশরুম সহ প্রত্যেকটি জায়গা জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সুরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণও দেওয়া হয়েছে কর্মচারীদের। স্পর্শবিহীন কেনাকাটার জন্য ডিজিটাল পেমেন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার নগদ টাকায় কেনাকাটার ক্ষেত্রে আলাদা ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করল সংস্থা।