কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সুন্দরবন এলাকার গোটাটাই গ্রিন জোন বলে চিহ্নিত করেছে প্রশাসন। নামখানা, সাগর, বকখালি, পাথরপ্রতিমা, ঘোড়ামারা, কাকদ্বীপ সহ এসব এলাকা গ্রিন জোনের তালিকায় রয়েছে। স্থানীয় সূত্রে খবর, ভিন রাজ্য থেকে সুন্দরবনের শ্রমিকরা ফেরার পর যাতে গ্রিন জোনের চরিত্র না বদলায় সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। সূত্রের আরও খবর, প্রাথমিক পর্যায়ে ২৫০ জনের একটি পরিযায়ী শ্রমিকের দল ভিনরাজ্য থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ফিরতে চলেছেন।
প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ওইসব পরিযায়ী শ্রমিকদের সকলের সোয়াব পরীক্ষা করা হবে। ২ দিন কোয়ারেন্টাইনেও রাখা হবে। সোয়েব রিপোর্ট আসার পর রিপোর্ট দেখে নেগেটিভ হলে বাড়ি যাওয়ার ছাড়পত্র পাওয়া যাবে। পজিটিভ হলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হবে। পাশাপাশি ওই শ্রমিকরা যাতে বাড়ি গিয়ে নির্দিষ্ট কয়েকটি দিন ঘরেই থাকেন সে ব্যাপারেও নজরদারি করা হবে বলে জানা গিয়েছে।