কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা মহামারীতে গোটা দেশ ভুগছে। এই ভাইরাস রেহাই দিচ্ছে না সিনেমা জগৎ থেকে শুরু করে রাজনীতিবিদদেরও। এবার ওই মারণ ভাইরাস কেড়ে নিল তামিলনাড়ুর বিধায়ক জে আনবাজাগানের প্রাণ। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে গত ২ জুন তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা। ৩ জুন থেকে ভেন্টিলেশনে ছিলেন ডিএমকে ওই বিধায়ক।
জানা গিয়েছে, আজ বুধবার সকালে তিনি ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। হাসপাতাল সূত্রে খবর, গত কয়েকদিন আগে থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। পরীক্ষার পর তিনি করোনা পজিটিভ বলে জানা যায়। চিকিৎসা চলাকালীন সবরকম চেষ্টার পরও গত সোমবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আশঙ্কাজনক হয়ে ওঠে। বুধবার সকালেই তিনি নিঃশ্বাস ত্যাগ করেন।