Home Miscellaneous দক্ষিণেশ্বর মন্দির খুলবে ১৩ জুন

দক্ষিণেশ্বর মন্দির খুলবে ১৩ জুন

3
0
Dakshineswar temple
Dakshineswar temple

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ শনিবার খুলছে দক্ষিণেশ্বর ভবতারিনী মায়ের মন্দির।পূজারীদের পিপিই পরে কাজ করতে বলা হয়েছে।আপাতত সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।জানা গিয়েছে, সর্বোচ্চ ১০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা।ফুল,শাঁখা-সিঁদুর ছাড়াই শুধুমাত্র মিষ্টি দিয়ে পূজা দিতে হবে।দীর্ঘ আড়াইমাস বন্ধ থাকার পর ১৩ জুন খুলছে মন্দির।কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ১৬৫ বছরের ইতিহাসে এই প্রথম মায়ের পূজা হবে ফুল ছাড়াই।সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মন্দিরের সম্পাদক কুশল চৌধুরী।উল্লেখ্য, গত বুধবার কিভাবে দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করবেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার ট্রায়াল হয়।করোনার আবহে মন্দির বন্ধ ছিল তবে নিত্য পূজা হত শুধু।এখন মন্দির খোলার সময় খানিকটা কমিয়ে আনা হয়েছে।সকাল ৭ টা থেকে ১০ টা ও বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।সকল দর্শনার্থীদের স্বাস্থবিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here