Home Miscellaneous কংক্রিটের বাঁধই একমাত্র সমাধান

কংক্রিটের বাঁধই একমাত্র সমাধান

36
0
Concrete dam
Concrete dam

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ সুন্দরবনের যে সব এলাকায় কংক্রিটের বাঁধ রয়েছ সেখানে আম্ফান পরবর্তী ভরা কোটাল কোনও ক্ষতি করতে পারেনি।সূত্রের খবর, প্লাবিত হয়েছে সেইসব এলাকা যেখানে মাটির বাঁধ ভেঙ্গে গিয়েছিল।তাই ওই সব এলাকার মানুষ রাজ্যের সেচমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, কবে তাঁদের বাঁধ পাকা হবে।প্রায় ১০০ কিলোমিটার বাঁধ পাকা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মোল্লাখালি ও হেতালবাড়িতে ।ক্ষতিগ্রস্ত এলাকায় নদী তীরবর্তী প্রায় ৭০০ কিলোমিটার বাঁধ নির্মাণের কথা ছিল।কেন্দ্র-রাজ্যের যৌথ প্রচেষ্টায় এই বাঁধ নির্মাণের কাজ হচ্ছিল। এক্ষেত্রে কেন্দ্রের তরফে ৭৫% ও রাজ্যের ২৫% খরচ করার কথা।তবে কেন্দ্রের থেকে বরাদ্দ না পাওয়ায় কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ আপাতত বন্ধ হয়ে রয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here