কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ত্রয়োদশ আইপিএল অনিশ্চয়তার কালো মেঘে ঢাকা। ম্যারাথন টেলি-বৈঠকের পরও আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হল না। আইসিসি সূত্রে জানানো হয়েছে, অপেক্ষা করা হবে আরও ১ মাস। জুলাইয়ে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এ বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। করোনার জেরে তা পিছিয়ে গেলে, সেই সময় আইপিএল করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই আইসিসি-র মনোভাবে মোটেও খুশি নয় বিসিসিআই। অন্যদিকে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-২০ ও ওয়ান ডে বিশ্বকাপের জন্য কর ছাড়ের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানানোয় বাড়তি সময়সীমা পেয়েছে বিসিসিআই। ডেডলাইন ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে আইসিসি।