কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর খুলবে তিন ধাপে। প্রথম দফায় স্বাভাবিক হয়েছে আমেরিকার সবচেয়ে বেশি করোনা আক্রান্ত নিউইয়র্ক। পাশাপাশি ৪ মাস বন্ধ থাকার পর সদর দপ্তর খোলার তোড়জোড় শুরু করেছে রাষ্ট্রসঙ্ঘ। উল্লেখ্য, গত মার্চ মাস থেকে বন্ধ ছিল রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর। তিন ধাপে নতুন বিধিনিষেধের মধ্য দিয়ে আবার দপ্তর চালু হবে। এক্ষেত্রে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।