কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান বিপর্যয়ে জেরবার পরিস্থিতি রাজ্যে। আবারও ঘূর্ণিঝড়ের গুজবে বঙ্গের বাসিন্দরা। তবে আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন কোনও ঘূর্ণিঝড়ের আশঙ্কা এখন নেই। ৭২ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ঝড়ের কোনও পূর্বাভাস নেই। কালবৈশাখীর আশঙ্কাও কম।
উল্লেখ্য, ২০০৪ সালে শুরু হওয়া ঘূর্ণিঝড়ের নামের তালিকা আম্ফানেই শেষ হয়েছে। মৌসমভবন ১৬৯টি নামের নতুন তালিকা প্রকাশ করেছে। যারমধ্যে ৩টির নাম হল বাংলাদেশের নিসর্গ, ভারতের গতি ও ইরানের নিভার। বঙ্গোপসাগর বা আরবসাগরে পরবর্তী ঘূর্ণিঝড় সৃষ্টি হলেই তার নাম হবে নিসর্গ। তবে ওই ঝড় বঙ্গের ওপর প্রভাবিত হবে এমন নয়। জুন মাসের শুরুতে আরবসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া সূত্রে জানানো হয়েছে।