Home Miscellaneous সংক্রমণের আশঙ্কা রুখতে বস্তিতে ও পাড়ায় পাড়ায় সমীক্ষা

সংক্রমণের আশঙ্কা রুখতে বস্তিতে ও পাড়ায় পাড়ায় সমীক্ষা

3
0
slum area
slum area

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা পুর-প্রশাসন উদ্বেগে। কলকাতা পুরসভার প্রায় ৬০টি ওয়ার্ডে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হওয়ায় চিন্তিত প্রশাসন। সূত্রের খবর, উত্তর কলকাতার বেলগাছিয়া ও নারকেলডাঙা বস্তি এলাকায় ইতিমধ্যেই স্বাস্থ্য সমীক্ষার কাজ শুরু করেছে পুর প্রশাসন। পাশাপাশি শহরের প্রতিটি বস্তি ও পাড়ায় সমীক্ষা করতে নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

পুর-প্রশাসন সূত্রের খবর, প্রতিটি বোরোয় পুরসভার একজন করে অফিসারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আবার শহরের একাধিক বোরোয় বৈঠক হয়েছে এই সংক্রান্ত বিষয়ে। বৈঠকে যোগ দিয়েছেন সংশ্লিষ্ট থানার পদস্থ আধিকারিকরাও। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শহরের বিভিন্ন বস্তি এবং ঘিঞ্জি এলাকায় প্রতিটি বাড়িতে যাবেন পুর ও স্বাস্থ্যবিভাগের কর্মীরা। বাসিন্দাদের শরীরের তাপমাত্রা মাপার কাজ ও কাশি, সর্দি, জ্বরে আক্রান্ত হয়েছেন কিনা তারও খোঁজখবর নেওয়া হবে। ওই কাজে যাতে বাধা না পরে তারজন্য পুরকর্মীদের সঙ্গে থাকবে স্থানীয় থানার পুলিশও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here