কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পরিযায়ীদের দক্ষতা অনুযায়ী জব কার্ড দিতে উদ্যোগী রাজ্য। লকডাউন পর্বে চলে গিয়েছে কাজ। বেকার হয়ে ভিনরাজ্য থেকে ঘরে ফিরেছেন কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক। কর্মসংস্থানের কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন ওইসব শ্রমিকরা। পশ্চিমবঙ্গ সরকার তাঁদের নিয়ে উদ্যোগী হল। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রকল্প ১০০ দিনের কাজে তাঁদের অন্তর্ভুক্ত করা হবে। জানা গিয়েছে, দক্ষতা অনুযায়ী পরিযায়ী শ্রমিকরা পাবেন জব কার্ড।
এক্ষেত্রে কাজের দিনপিছু মজুরি ২০২ টাকা। এমনই সিদ্ধান্ত গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ১০ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, আগামী ১০ জুনের মধ্যে আসার কথা আরও কয়েক লক্ষ শ্রমিকের। মোট ২৩৫টি “পরিযায়ী স্পেশাল” ট্রেনের অধিকাংশই চলে এসেছে বলেও জানা যায়।
পাশাপাশি বাস-বিমান বা নিজস্ব উদ্যোগেও ঘরে ফিরেছেন অনেকে। অন্যদিকে কেউ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। অনেকে আবার কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন। তাঁদের প্রত্যেকেই জব কার্ড দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই কাজ শুরুও করে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। সরকারিভাবে জানা গিয়েছে, যাঁরা কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন, সেখান থেকে বেরনোর পর তাঁদের জব কার্ড করে দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকরা কোন রাজ্যে কী ধরনের কাজ করতেন, তারও একটি তালিকা তৈরি হচ্ছে। জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষতা অনুযায়ী তাঁদের রাজ্যের ক্ষুদ্র-কুটির শিল্প, কারিগরি প্রশিক্ষণ ও পঞ্চায়েত দপ্তরের অধীনে বিভিন্ন কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে।