Sunil ChetriMiscellaneous 

আন্তর্জাতিক ফুটবলে ১৫ বছরে পা সুনীল ছেত্রীর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে ১৫ বছর পূর্ণ করলেন। এই তালিকায় এর আগে প্রথম নাম ছিল বাইচুং ভুটিয়ার। সূত্রের খবর, ২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল সুনীলের। এই মাইলস্টোন স্পর্শ করার জন্য সুনীল ছেত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাইচুং। এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া, “১৫ বছরের ক্লাবে তোমাকে স্বাগত। দীর্ঘদিন এখানে একাই অপেক্ষা করতে হয়েছে। এবার তোমায় সঙ্গী হিসেবে পেলাম।”

পাশাপাশি ১৫ বছরের দীর্ঘ ফুটবল জীবনে সুনীলের সব থেকে বড় প্রাপ্তি কী, তা জানতে আগ্রহী বাইচুং। এর প্রত্যুত্তরে ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে সুনীল ছেত্রীর বক্তব্য, “বাইচুং ভাই আমার আদর্শ। ওকে অনুসরণ করেছি। এমনকী, ওর জন্যই জাতীয় দলে আমার অভিষেক হয়। বাইচুং ভাইয়ের চোট না থাকলে আমি সুযোগই পেতাম না। তাই তোমায় অসংখ্য ধন্যবাদ।” আমার কেরিয়ারের সব থেকে বড় প্রাপ্তি আলাদা করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন এই ফুটবলার। দীর্ঘ ১৫ বছর খেলতে পারাটাই অন্যতম সেরা প্রাপ্তি বলে জানিয়েছেন ছেত্রী। আরও কয়েক বছর এভাবেই খেলা চালিয়ে যেতে প্রত্যয়ী তিনি।

Related posts

Leave a Comment