কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা সঙ্কটে দেশজুড়ে বন্ধ হয়ে যায় যাবতীয় রেল পরিষেবা। দীর্ঘ লকডাউনে ট্রেন বন্ধে মেয়াদ ফুরিয়ে গিয়েছে মান্থলির। টাকা ফেরৎ নিয়ে উদ্বিগ্ন নিত্যযাত্রীরা। সূত্রের খবর, ট্রেন এখন বন্ধ। চালু হলে কী হবে, তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। ওই টিকিটেই কি ট্রেনে চড়া যাবে, নাকি নতুন করে টিকিট কাটতে হবে। রেলের পক্ষ থেকে রিফান্ডের ব্যবস্থা করা হবে কিনা, তা নিয়েও একাধিক প্রশ্ন।
এই সব প্রশ্ন মাথায় নিয়ে লোকাল ট্রেনের কয়েক লক্ষ নিত্যযাত্রী রয়েছেন। এই পরিস্থিতি শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের সর্বত্রই। সাবার্বান রেল পরিষেবার একই চিত্র। অন্যদিকে দিশা খুঁজছে রেলও। এখনও পর্যন্ত এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে রেল সূত্রে জানানো হয়েছে। রেল মন্ত্রক সূত্রের খবর, অনেক রেলওয়ে জোনই সাবার্বান সার্ভিস দিচ্ছে। এক্ষেত্রে বলা হয়েছে, এক একটি জায়গার করোনা পরিস্থিতি এক একরকম। এরফলে একসঙ্গে সবকটা জোনকে ধরে এই সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করা সম্ভব নয়। যেখানে পরিস্থিতি থাকবে, সেইমতো সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল। এ বিষয়ে আরও জানানো হয়েছে, সাবার্বান পরিষেবা চালুর ঘোষণা করা হবে, ওই দিনই মান্থলি টিকিট বা সিজন টিকিট সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ এ বিষয়ে জানিয়েছেন, এই ব্যাপারে আমরা নিয়মিতভাবে রেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।