কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দরজা খুলে গেল হাইকোর্টের। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের দরজা খুলেছে পরীক্ষামূলকভাবে। “ফিজিক্যাল কোর্ট” বসছে বলে জানা যায়। অন্যদিকে জানা গিয়েছে, রাজ্যের শীর্ষ আদালতের ৩টি আইনজীবী সংগঠন এই উদ্যোগের বিরোধিতায় সরব হয়ে স-শরীরে শুনানিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। উল্লেখ্য, কয়েকজন আইনজীবী ৬টি এজলাসে শুনানির জন্য হাজির হয়েছিলেন।
হাইকোর্ট সূত্রের খবর, লকডাউন পর্বে অনলাইনে হাইকোর্ট চলে। “ভার্চুয়াল কোর্ট”ও বসেছিল। এক্ষেত্রে সিংহভাগ মামলা ছিল জামিন ও আগাম জামিন সংক্রান্ত। পাশাপাশি অল্প সংখ্যক জনস্বার্থ মামলারও শুনানি হয়। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, আদালত খুললেও পরের সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার ফিজিক্যাল কোর্ট বসবে। এরপর হাইকোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে, এই পরিস্থিতিতে আদালত চলবে কি না। আবার বর্তমান পরিস্থিতিতে হাইকোর্টের ৩টি গেট খোলা হচ্ছে। বার কাউন্সিল অব ইন্ডিয়ার সুপারিশ অনুযায়ী আইনজীবীরা সাদা রংয়ের পোশাক পরে শুনানিতে অংশ নেবেন বলে জানা গিয়েছে।