কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ সুন্দরবনে নদীবাঁধ নিয়ে চিন্তা বেড়েছে।আম্ফান ঘিরে আতঙ্ক বেড়েছে সুন্দরবনবাসীদের।সেখানকার নদীবাঁধের অবস্থা নিয়ে উদ্বেগে তাঁরা।উলেখ্য ,২০০৯সালের ২৫ মে গোটা সুন্দরবন এলাকা বিধ্বস্ত করেছিল সুন্দরবন এলাকা।১১ বছর পর মে মাসেই ধেয়ে আসছে আম্ফান। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা যেমন থাকছে তেমনি নদীবাঁধ ভাঙার ভয় থাকছে। লাগাতার ভাঙনের জেরে তটস্থ নামখানার ঈশ্বরীপুর, নারায়ণপুর ,দেবনগর ও হরিপুর এলাকা। আবার ফ্রেজারগঞ্জের লক্ষীপুর ,মৌসুনি দ্বীপের বালিয়াড়া ,বাঘডাঙ্গা ও কুসুতলার বাসিন্দারা চিন্তাতে রয়েছেন।