Home Knowledge Update পশ্চিমবঙ্গে বিভিন্ন পদে আবেদনের শেষ তারিখ বেড়ে হল ৩০ জুন

পশ্চিমবঙ্গে বিভিন্ন পদে আবেদনের শেষ তারিখ বেড়ে হল ৩০ জুন

44
0
Kolkata-Muncipal corporation
Kolkata-Muncipal corporation

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং গাজোলডোবা, ফুরফুরা শরিফ ও পাথরচাপুরি ডেভেলপমেন্ট অথরিটির অধীনে বিভিন্ন পদে নিয়োগের আবেদনের শেষ তারিখ বেড়ে হল ৩০ জুন। বিজ্ঞপ্তি নম্বর সহ পদগুলি হল — কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে: (ক) মেডিক্যাল অফিসার (জেনারেল) এবং মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট-চেস্ট) (বিজ্ঞপ্তি নং: 1 of 2020)। (খ) সার্জন (বিজ্ঞপ্তি নং: 5 of 2020)। (গ) ডেপুটি ম্যানেজার (বিজ্ঞপ্তি নং: 6 of 2020)। (ঘ) ফার্মাসিস্ট (গ্রেড-২), স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট (বিজ্ঞপ্তি নং: 7 of 2020)। (ঙ) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল) (বিজ্ঞপ্তি নং: 8 of 2020)। (চ) ফিল্ড ওয়ার্কার (গ্রেড-৩) এবং জেনারেল ডিউটি অ্যাটেন্ড্যান্ট (বিজ্ঞপ্তি নং: 9 of 2020)। (ছ) টিচার (ইংলিশ/ হিন্দি/ উর্দু) (বিজ্ঞপ্তি নং: 10 of 2020)। (জ) কনজারভেন্সি মজদুর (বিজ্ঞপ্তি নং: 11 of 2020) এবং পরিবেশ বন্ধু ও ডোম (বিজ্ঞপ্তি নং: 12 of 2020)।

গাজোলডোবা ডেভেলপমেন্ট অথরিটির অধীনে: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, ড্রাফটসমান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক (বিজ্ঞপ্তি নং: 2 of 2020)।

ফুরফুরা শরিফ ডেভেলপমেন্ট অথরিটির অধীনে: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (বিজ্ঞপ্তি নং: 3 of 2020)।

পাথরচাপুরি ডেভেলপমেন্ট অথরিটির অধীনে: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সার্ভেয়র এবং ড্রাফটসম্যান (বিজ্ঞপ্তি নং: 4 of 2020)।

প্রার্থীরা ওপরে বলা সব পদগুলিতে ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে পারবেন https://www.mscwb.org/home/emp_notice ওয়েবসাইটে।

আবেদনের শেষ তারিখ বাড়ার বিজ্ঞপ্তি জানতে….Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here