কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ চার দফা লকডাউন পর্বে বেশ কিছুটা শিথিল হয়েছে কড়াকড়ি।তবে সুরক্ষিত রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।পথ -ঘাটের রক্ষাকবচে নির্দেশ রয়েছে বেশ কিছু বিধি -নিষেধ। মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব মেনে চলা যেমন রয়েছে তেমনি প্রয়োজন ছাড়া মুখোমুখি দাঁড়াতে নিষেধ করা হয়েছে। রাস্তা -ঘাটে মাস্ক খোলা -পরা করা যাবে না।আলকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার রাখা জরুরি।কর্মস্হলে পৌঁছনোর পর কিছু সময় মাস্ক খুলে রাখা দরকার।বাইরে বার হলে মাস্ক বাবহার ও হাতের স্বাস্থ্যবিধি নিয়ে চূড়ান্ত সতর্কবার্তা রয়েছে।